
বাংলাদেশের অর্থনীতির দুটি ইস্যুতে উদ্বেগ প্রকাশ করে তা কাটাতে অন্তর্বর্তীকালীন সরকারকে ৬টি পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সভাকক্ষে এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান সংস্থাটির প্রতিনিধিদলের প্রধান ক্রিস পাপাজর্জিও।
আইএমএফের উদ্বেগ প্রকাশ বিষয় দুটি হলো— বাংলাদেশের বাজারে অব্যাহতভাবে খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি এবং সংকট লাঘবে নতুন টাকা ছাপিয়ে বাজারে ছাড়া।
সংস্থাটির ছয় পরামর্শ হলো— দ্রব্যমূল্য কমাতে কার্যকর উদ্যোগ নেওয়া, কর অব্যাহতি অপসারণ, অপ্রয়োজনীয় ব্যয়ের রাশ টানা, মুদ্রা সরবরাহ নিয়ন্ত্রণ, বিনিময় হার আরও নমনীয় করা এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধরে রাখা।
ক্রিস পাপাজর্জিও বলেন, বাংলাদেশের বাজারে অব্যাহতভাবে খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি নিয়ে কার্যকর উদ্যোগ নিতে হবে। মূল্যস্ফীতির চাপে বাংলাদেশের অর্থনীতি। রাজস্ব আদায় কমেছে, প্রবৃদ্ধি কমবে, রিজার্ভও চাপের মুখে রয়েছে।