
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরীর লকার থেকে বিপুল পরিমাণ ডলার, ইউরো ও স্বর্ণালংকার জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রায় ছয় ঘণ্টার অভিযান শেষে রবিবার (২৬ জানুয়ারি) রাত ৯টায় এসব মুদ্রা ও মূল্যবান জিনিস জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন দুদকের পরিচালক (উপসচিব) কাজী সায়েমুজ্জামান। তিনি বলেন, রবিবার সকাল থেকে অভিযান শুরু হয়। বিকাল তিনটায় লকার খোলার চেষ্টা করেন, অভিযান শেষ হতে সময় লেগে যায়।
এস কে সুরের নামে বাংলাদেশ ব্যাংকের তিনটি বক্স থেকে বেশ কিছু মালামাল জব্দ করা হয়েছে জানিয়ে কাজী সায়েমুজ্জামান জানান, এর মধ্যে ১ লাখ ৬৯ হাজার ৩০০ মার্কিন ডলার, ৫৫ হাজার ইউরো, এক হাজার ৫ দশমিক ৪ গ্রাম স্বর্ণালংকার এবং ৭০ লাখ টাকার এফডিআর রয়েছে। জব্দকৃত মালামাল বাংলাদেশ ব্যাংকের হেফাজতে রাখা হয়েছে।