অর্থনীতিআর্থিক প্রতিষ্ঠান
ট্রেন্ডিং

৬ ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটির নির্দেশ

ঋণ জালিয়াতিতে আলোচিত আরও পাঁচ ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার (৫ জানুয়ারি) এ নির্দেশ দেওয়া হয়।

এর একদিন আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়।অন্য ৫ ব্যাংক হলো- এক্সিম, গ্লোবাল ইসলামী, এসআইবিএল, আইসিবি ইসলামিক ও ইউনিয়ন ব্যাংক।

সূত্র জানায়, এশীয় উন্নয়ন ব্যাংকে (
এডিবি) অর্থায়নে ৬টি ব্যাংকের ফরেনসিক অডিট করছে বিদেশি অডিট ফার্ম। স্বচ্ছতার সঙ্গে অডিট সম্পন্ন করতে ব্যাংকগুলোর বর্তমান এমডিদের দায়িত্বে না রাখার অনুরোধ জানিয়েছে তারা। যে কারণে এমডিদের বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর মৌখিক নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এ বিষয়ে বিএবির ভাইস চেয়ারম্যান ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বলেন, স্বচ্ছতার সঙ্গে অডিট সম্পন্ন করতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারও দায় প্রমাণিত না হলে আবার দায়িত্বে ফিরতে পারবেন।

এর আগে গত বৃহস্পতিবার ৬ ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যদের নিয়ে জরুরি বৈঠক করে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। সেখানে এসব ব্যাংকে অধিকতর তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে এস আলমের ঘনিষ্ঠ ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button