অর্থনীতিবাণিজ্য
ট্রেন্ডিং

সাত দেশ থেকে আসছে সোয়া ১৪ লাখ টন তেল

জানুয়ারি থেকে জুনের মধ্যে সাত দেশের আট প্রতিষ্ঠান থেকে সোয়া ১৪ লাখ টন পরিশোধিত জ্বালানি তেল কিনছে বাংলাদেশ। ভারত, চীন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও ওমান থেকে এই তেল আমদানি করা হবে।

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে বৃহস্পতিবার (২ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অনুমোদিত জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবে সাত দেশ থেকে জ্বালানি তেল আমদানিতে প্রায় ৯৬ কোটি মার্কিন ডলার ব্যয় হবে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১১ হাজার ৪৭৯ কোটি টাকা।

জানা গেছে, গত ২৪ অক্টোবর অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে সরকার থেকে সরকার পর্যায়ে (জিটুজি) পরিশোধিত জ্বালানি তেল আমদানি করতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) নীতিগত অনুমোদন দেওয়া হয়।

আমদানির তেলের মধ্যে গ্যাস অয়েল ৮ লাখ ৮০ হাজার টন, জেট এ-ওয়ান ১ লাখ ৯০ হাজার টন, মোগ্যাস ৭৫ হাজার টন, ফার্নেস অয়েল ২ লাখ ৫০ হাজার টন এবং মেরিন ফুয়েল ৩০ হাজার টন রয়েছে।

সাত দেশের আট প্রতিষ্ঠানের মধ্যে চীনের পেট্রোচীনা এবং ইউএনআইপিইসি, বাকি ছয় দেশের ছয় প্রতিষ্ঠানের মধ্যে রয়েছেভারতের আইওসিএল, ইন্দোনেশিয়ার বিএসপি, মালয়েশিয়ার পিটিএলসিএল, থাইল্যান্ডের পিটিটিটি, ওমানের ওকিউটি এবং সংযুক্ত আরব আমিরাতের ইউএনওসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button