
মার্কিন যুক্তরাষ্ট্রের আর্জেন্ট এলএনজির কাছ থেকে বছরে ৫০ লাখ টন তরলীকৃত প্রাকৃতি গ্যাস (এলএনজি) বিক্রি কেনার চুক্তি করেছে বাংলাদেশ। শুক্রবার (২৪ জানুয়ারি) এক বিবৃতিতে একথা জানিয়েছে আর্জেন্ট এলএনজি।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার আর্জেন্ট এলএনজি বছরে উৎপাদন সক্ষমতা আড়াই কোটিতে উন্নীত করার কাজ চলছে। তারা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে নন-বাইন্ডিং চুক্তি স্বাক্ষর করেছে।
এতে বলা হয়, পোর্ট ফরচোনে কোম্পানিটির চলমান প্রকল্পের কাজ শেষ হলে তাদের কার্গোতে করে পেট্রোবাংলার কাছে গ্যাস বিক্রি করবে।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, বাংলাদেশে জ্বালানি নির্ভর শিল্পের বিস্তার ঘটছে। এই চুক্তির ফলে সেই চাহিদাই নিশ্চিত হওয়ার পাশাপাশি ওয়াশিংটনের সঙ্গে ঢাকার কৌশলগত অংশীদারিত্ব শক্তিশালী হবে।
দীর্ঘদিন ধরে জ্বালানি চাহিদা সমাধানে চেষ্টা করে আসা বাংলাদেশ এলএনজি ব্যবহার বৃদ্ধির দিকে অগ্রসর হচ্ছে। ২০২২ সালে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ শুরু হলে এলএনজির দাম বৃদ্ধি পায়। ফলে পাওয়া সস্তায় কয়লার দিকে ঝুঁকে পড়ে ঢাকা।
ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে এলএনজি সরবরাহের বড় চুক্তি এটি। ট্রাম্প প্রশাসনের জ্বালানিভিত্তিক নীতির দিকে দৃঢ় আস্থার প্রতিফলনও এটা।