
ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে পিটার হাসের স্থানে ডেভিড মিলিকে নিয়োগ করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তবে দেশটির সিনেটে এ বিষয়ে শুনানি না হওয়ায় শেষ পর্যন্ত আটকে যায় তার ডেভিড মিলির নিয়োগ। ফলে নতুন রাষ্ট্রদূত না আসা পর্যন্ত সাবেক কূটনীতিক ট্র্যাসি এন জ্যাকবসনকে বিশেষ দায়িত্ব দিয়ে ঢাকায় পাঠানো হচ্ছে।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, ঢাকায় নতুন রাষ্ট্রদূত যোগ দেওয়ার আগপর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবে দায়িত্বে থাকবেন ট্র্যাসি জ্যাকবসন। বাংলাদেশে অভ্যুত্থানপরবর্তী সংস্কারপ্রক্রিয়া ও গণতান্ত্রিক উত্তরণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কূটনীতিক হিসেবে অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবেন তিনি।
ট্র্যাসি জ্যাকবসনকে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্ব দেওয়ার বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়কে কূটনৈতিক চিঠি দিয়েছে মার্কিন দূতাবাস। সব ঠিকঠাক থাকলে তিনি আগামী সপ্তাহে ঢাকায় আসবেন বলে জানা গেছে।