সুন্দরবনে ধরা ৩২ কেজির মাছ, দাম ৩ লাখ টাকা

সুন্দরবনের বাটুলা নদীতে এক জেলের জালে ৩২ কেজি ৭শ গ্রাম ওজনের একটি ভোল মাছ ধরা পড়েছে। সেটি ৩ লাখ ১২ হাজার টাকায় বিক্রি হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) মুন্সিগঞ্জের রোহান মৎস্য আড়তের মালিক আবু মুসা মাছটি ৩ লাখ ১২ হাজার টাকায় কেনেন।
ভোল মাছটি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের জেলে আকবর হোসেনের জালে ধরা পড়ে শুক্রবার। সুন্দরবন থেকে লােকালয়ে ফিরলে মাছটি দেখতে উৎসুক মানুষ ভিড় জমে যায়।
জেলে আকবর হোসেন জানান, সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কোবাদক স্টেশন থেকে পাস নিয়ে সুন্দরবনে মাছ শিকার করেন তারা। শুক্রবার বাটুলা নদীতে ভোল মাছটি জালে ধরা পড়ে। একদিন পর লোকালয়ে ফিরে তিন লাখ ১২ হাজার টাকায় মাছরি বিক্রি করেছি।
তিনি জানান, দীর্ঘদিন মাছ শিকার করলেও এই প্রথম এত বড় মাছ জালে ধরা পড়েছে। মাছটি অনেক টাকায় বিক্রি হওয়ায় ভীষণ ভালো লাগছে।
জানা গেছে, ভোল মাছের ফুলকা বিদেশে অনেক দামে রপ্তানি করা হয়। সে কারণে মাছ তুলনামূলক বেশি দামে বিক্রি হয়ে থাকে।