
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে রেকর্ড কুয়াশার দাপট, কমেছে তাপমাত্রাও। ফলে শীতের অনুভূতি তীব্র হচ্ছে বলে বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
চলতি শীত মৌসুমে এতটা কুয়াশা আগে দেখা যায়নি। এই কুয়াশাকে ‘অ্যাডভেকশন ফগ’ বা পরিচালন কুয়াশা বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা, যা এক জায়গায় থাকে না বরং বিস্তৃত পরিসরে থাকে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, এখনকার কুয়াশা ভারতের দিল্লি, উত্তর প্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গ হয়ে উত্তরাঞ্চল দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। রাজধানীর পাশাপাশি রংপুর বিভাগ, রাজশাহীর বড় অংশ, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের বেশির ভাগ এলাকা ও নোয়াখালী পর্যন্ত এই কুয়াশা বিস্তৃত। তবে দেশের দক্ষিণ–পশ্চিমাঞ্চলে কুয়াশা অপেক্ষাকৃত কম আছে।
কুয়াশার এই বিরাট চাদর আগামী দুই-তিন দিন থাকতে পারে জানিয়ে তিনি বলেন, পরে কুয়াশা ও শীত কিছুটা কমতে পারে। পরে আবার তা বাড়তে পারে।
এর আগে গত বছরের জানুয়ারি মাসে এমন কুয়াশার চাদরে রাজধানীরসহ সারা দেশ প্রায় দুই সপ্তাহ ধরে ঢাকা ছিল।
এদিকে, কুয়াশা বেড়ে যাওয়ার সঙ্গে কমেছে তাপমাত্রা, বেড়েছে শীত। ফলে নিম্ন আয়ের মানুষ পড়েছে সবচেয়ে বিপাকে। হাসপাতালগুতেও ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ছে।
আজ সকাল পৌনে ৯টায় রাজধানীতে সর্বিনম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।