
একুশে বইমেলায় একটি বইয়ের দোকানে জনতার হামলার নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। সেইসঙ্গে সরকার সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলোকে দেশে জনতার সহিংসতার যেকোনো ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, এই হামলা বাংলাদেশী নাগরিকদের অধিকার এবং আমাদের দেশের আইন উভয়ের প্রতি অবজ্ঞা প্রদর্শন করে। এই ধরনের সহিংসতা এই মহান বাংলাদেশী সাংস্কৃতিক অঙ্গনের খোলা মনের চেতনার সাথে বিশ্বাসঘাতকতা করে, যা ভাষা শহীদদের স্মরণ করে যারা ২১ ফেব্রুয়ারি ১৯৫২ সালে তাদের মাতৃভাষা রক্ষায় প্রাণ হারিয়েছিলেন। আজ একুশের বইমেলা আমাদের লেখক ও পাঠকদের নিত্যদিনের মিলনমেলা।
বিবৃতিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার পুলিশ ও বাংলা একাডেমিকে ঘটনার তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছে। মেলায় নিরাপত্তা জোরদার করতে এবং এই অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।