
পদ্মাসেতু হয়ে ঢাকা-খুলনা-ঢাকা রুটে আনুষ্ঠানিক ট্রেন চলাচল উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর কমলাপুর স্টেশনে এর উদ্বোধন করেন রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এসময় দুই দেশের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে মঙ্গলবার সকাল ৬টায় খুলনা স্টেশন থেকে ৫৫৩ জন যাত্রী নিয়ে পদ্মা সেতু হয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে প্রথম ট্রেন, কমলাপুর পৌঁছায় সকাল সাড়ে ১০টার দিকে। ট্রেনটি ঢাকা থেকে রাত ৮টায় খুলনার উদ্দেশ্য ছেড়ে যাব, পৌঁছাবে রাত ১১টা ৪০ মিনিটে। দিনে দুইবার খুলনা-ঢাকা এবং ঢাকা-বেনাপোল পথে চলাচল করবে ট্রেনটি।
রেল মন্ত্রণালয় জানিয়েছে, খুলনা-ঢাকা-খুলনা রুটে ‘জাহানাবাদ এক্সপ্রেস’ এবং বেনাপোল-ঢাকা-বেনাপোল রুটে ‘রূপসী বাংলা’ এক্সপ্রেস ট্রেন চলাচল করবে। সাপ্তাহিক সোমবার বন্ধ থাকবে।