
রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও সোহানা সাবাকে ডিবি কার্যালয়ে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর নিজ নিজ পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
ডিবি পুলিশ জানায়, দুই অভিনেত্রীকে ডিবি কার্যালয়ে এনে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রসহ বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। কোনোভাবে ষড়যন্ত্রে লিপ্ত না হতে সতর্ক করে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ধানমন্ডির বাসা থেকে শাওনকে এবং মধ্যরাতে ধানমন্ডির আরেকটি বাসা থেকে সাবাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে আনা হয়। তখন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক বলেছিলেন, অভিনেত্রী শাওনের পর সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাদের হেফাজতে নেওয়া হয়েছে। দুই জনের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া শাওন ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থী আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিয়েছিলেন। তার মা তহুরা আলীও আওয়ামী লীগ থেকে জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য ছিলেন।
সোহানা সাবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলননের বিরুদ্ধে শিল্পীদের একাংশ নিয়ে খোলা ‘আলো আসবেই’ নামের হোয়াটসঅ্যাপ গ্রুপে সক্রিয় ছিলেন। শেখ হাসিনা সরকারের পতনের পর ওই গ্রুপে আলাপচারিতার কিছু স্ক্রিনশট ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা হয়।