মাঠে-ময়দানে
ট্রেন্ডিং

ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করে ইতিহাস

প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করা টাইগাররা শেষ ম্যাচেও জয় ছিনিয়ে নিয়েছে। ফলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ক্যারিবিয়ানদের প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করল টাইগাররা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ম্যাচে ৮০ রানে জয় পেয়েছে বাংলাদেশ। এ ম্যাচে সেন্ট ভিনসেন্টে টস জিতে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ দল। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৯ রান সংগ্রহ করে তারা। এর মধ্যে ৪১ বলে সর্বোচ্চ অপরাজিত ৭২ রান করেন জাকের আলি।

বাংলাদেশের বিপরীতে খেলতে নেমে ১৬ ওভার ৪ বলে ১০৯ রানেই অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ।

এ ম্যাচে রিশাদ হোসেন তিনটি, তাসকিন আহমেদ ও শেখ মেহেদী দুটি করে এবং হাসান মাহমুদ ও তানজিম হাসান সাকিব একটি কটে উইকেট পেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button