
স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা চূড়ান্ত করতে আজ শুক্রবার থেকে মেট্রোরেল বন্ধের কর্মসূচি ৩০ দিনের জন্য করা হয়েছে। ফলে মেট্রোরেল চালাবে।
ডিএমটিসিএলের সরাসরি উন্মুক্ত নিয়োগের মাধ্যমে নিয়োগ পাওয়া স্থায়ী কর্মকর্তা-কর্মচারীরা দাবি আদায়ে মেট্রোরেল বন্ধের হুমকি দিয়েছি। বৃহস্পতিবার সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে আশ্বাসের পর আসার বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমটিসিএলের একাধিক স্থায়ী কর্মী।
তারা বলেন, এমডি এবং সাবেক এমডি বৃহস্পতিবার মন্ত্রণালয়ে গিয়ে সিনিয়র সচিব ও উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন। এরপর তারা আমাদের সঙ্গে বসে কিছু সময় চেয়েছেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং নতুন এমডির আশ্বাসের প্রতি সম্মান করে আমরা ৩০ দিনের জন্য আমাদের কর্মসূচি স্থগিত করেছি। রোববার থেকে ৩০ দিন গণনা করা হবে।
ডিএমটিসিএলের নতুন এমডি আশ্বস্ত করেছেন জানিয়ে তারা বলেন, ৩০ দিনের মধ্যে তারা সার্ভিস রুল চূড়ান্ত করবেন। সেটি নাহলে পরে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।