
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ হরতাল ডেকেছে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি)। এই হরতাল প্রতিরোধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। এ তথ্য জানিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী বলেছেন, খারাপ কোনও কিছু ঘটবে না, নগরবাসীর আতঙ্কিত হওয়ার কিছু নেই।
সোমবার (১৭ফেব্রুয়ারি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনারের সংস্কার করা কার্যালয়ের উদ্বোধন ও মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
এক প্রশ্নে ডিএমপি কমিশনার বলেন, ফেসবুকে দেখা যাচ্ছে, মঙ্গলবার আওয়ামী লীগ হরতালের ডাক দিয়েছে। আমরা পুরো রাজধানীতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। আমাদের প্রস্তুতি আছে। এটা নিয়ে আমরা কাজ করছি। অতীতেও তারা ফেসবুকে এমন প্রোগ্রাম দিয়েছে, আমরা তা মোকাবিলাও করেছি।
তিনি বলেন, পুলিশের অতিরিক্ত ফোর্স মাঠে আছে। বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকবে। কোনোকিছুতে নগরবাসী আতঙ্কিত হবেন না। আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে উন্নত। বিচ্ছিন্ন কিছু দাবি-দাওয়া নিয়ে বিভিন্ন গোষ্ঠী সড়ক বন্ধ করছে। তবে ছিনতাই বা অন্যান্য অপরাধ কমে গেছে।
নানা গোষ্ঠী বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে রাস্তায় নামাকে এখন বড় সমস্যা উল্লেখ করে সজ্জাত আলী বলেন, তারা রাস্তায় নেমে যানচলাচল বন্ধ করে মানুষের দুর্ভোগে ফেলছে। তাদের বলেছি, রাস্তা বন্ধ করবেন না। দাবি-দাওয়া আদায়ের স্থান রাস্তা হতে পারে না, সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে টেবিলে বসে সমাধান করেন। ঢাকাবাসীকে সড়কে কষ্ট দিয়ে দাবি আদায় মর্মাহত ঘটনা।