মাহাথির মোহাম্মদ নয়, মালয়েশিয়ার সাবেক অর্থমন্ত্রী ডিয়াম মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক অর্থমন্ত্রী ডিয়াম মারা গেছেন। তবে গতকাল রাতে গুজব ছড়িয়ে পড়ে যে আধুনিক মালয়েশিয়ার রূপকার মাহাথির মোহাম্মদ ইন্তেকাল করেছেন। পরে এ তথ্য ভুল প্রমাণিত হয়।
দেশটির অনলাইন দ্য স্টার জানায়, ডিয়ামের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে তার বন্ধু ও পরিবারের সদস্যরা বুকিত তুংকুতে তার বাড়িতে সমবেত হন। সেখানে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী তুন ড. মাহাথির মোহাম্মদ ও তার স্ত্রী তুন ড. হাসমাহ মোহাম্মদ আলি। মাহাথির দুপুর ১২:৪৮ মিনিটে উপস্থিত হন এবং প্রায় আধা ঘণ্টা সেখানে অবস্থান করেন।
এছাড়াও সাবেক অর্থমন্ত্রীর বাড়িতে উপপ্রধানমন্ত্রী দাতুক সেরি ফাদিল্লা ইউসুফ, বিরোধী দলীয় নেতা দাতুক সেরি হামজাহ জাইনুদ্দিন, মুআরের এমপি সৈয়দ সাদিক সৈয়দ আবদুল রহমান, বেরসাতুর সহ-সভাপতি আহমদ ফাইজাল আজুমু, এবং মাচাংয়ের এমপি ওয়ান আহমদ ফয়সাল ওয়ান আহমদ কামাল উপস্থিত ছিলেন।