
বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের মংডু শহর দখলের দাবি করেছে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। সোমবার (৯ ডিসেম্বর) মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতীর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে কয়েক মাস লড়াইয়ের পর মংডু শহরের দখল নেয় আরাকান আর্মি। ফলে বাংলাদেশের সীমান্তবর্তী প্রায় পৌনে তিনশ কিলোমিটার গোষ্ঠীটির নিয়ন্ত্রণে চলে গেলো।
আরাকান আর্মি জানিয়েছে, মিয়ানমারের জান্তা সরকারের শেষ অবশিষ্ট সীমান্ত ঘাঁটি মংডু শহর রোববার সকালে দখল করেছে।
রাখাইনের গণমাধ্যমগুলো সোমবার জানিয়েছে, মংডু যুদ্ধ শেষে প্রায় ৮০ জন রোহিঙ্গা বিদ্রোহীসহ সরকারি সেনা, সামরিক অপারেশন কমান্ড-১৫ এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল থুরেইন তুনকে গ্রেপ্তার করেছে আরাকান আর্মি। শহরটি দখলে মে মাসের শেষের দিকে আক্রমণ শুরু করেছিল এএ।