
নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০ জানুয়ারি শপথ নিতে নেবেন। তার অভিষেক অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিন পিং আমন্ত্রণ পেলেও অতিথির তালিকায় নাম নেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।
শুক্রবার (১৭ জানুয়ারি) পলিটিকোর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এতে বলা হয়, অতীতের রীতিনীতি ভেঙে আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেককে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প।
চীনের প্রেসিডেন্ট শি জিন পিংকে গত মাসেই শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। তার প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছেলেন, এই অনুরোধ ‘শির সঙ্গে খোলাখুলি আলোচনায় ট্রাম্পের আগ্রহকে’ ইঙ্গিত করছে। তবে ওয়াশিংটনে চীনা দূতাবাস এখনো শি সাড়া দিয়েছেন কিনা, তা নিশ্চিত করেনি। অবশ্য মার্কিন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে কোনো চীনা প্রেসিডেন্টের উপস্থিত হওয়ার নজির নেই। শি উপস্থিত না থাকলেও এই অনুষ্ঠানে দেশটির ভাইস প্রেসিডেন্ট হান ঝেং এবং পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইকে পাঠানো হতে পারে বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে।
এদিকে, ট্রাম্পকে ‘বন্ধু’ সম্বোধন করা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি। শুক্রবার বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলেও এড়িয়ে গেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। তবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, তিনি ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।