
আমেরিকার পতন বন্ধ করে দেশটির পুনর্নির্মাণে নবযুগের সূচনার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্টের দায়িত্ব নিতে চলা ৭৮ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প। রোববার (১৯ জানুয়ারি) ওয়াশিংটনে একটি ক্যাম্পেইনধর্মী সমাবেশে সমর্থকদের এ কথা বলেন তিনি।
এএফপির এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগের দিন ডোনাল্ড ট্রাম্প বলেন, আমেরিকার দীর্ঘ চার বছরের পতনের যবনিকাপাত হবে সোমবার। আমরা আমেরিকার শক্তি ও সমৃদ্ধির এক নতুন যুগ শুরু করব। আমি ঐতিহাসিক গতিতে এবং শক্তি দিয়ে কাজ করব এবং আমাদের দেশের প্রতিটি সংকট সমাধান করব।
ঘণ্টাব্যাপী বক্তব্যে অভিবাসন ইস্যুকে প্রাধান্য দিয়ে তিনি বলেন, তার সরকার সীমান্তে অনুপ্রবেশ বন্ধ করবে। কয়েক দিনের মধ্যেই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরু হবে।
দায়িত্বের প্রথম দিন থেকেই বেশ কয়েকটি নির্বাহী আদেশ জারির ঘোষণা দিয়ে ট্রাম্প জানান, স্কুল থেকে ট্রান্সজেন্ডার ইস্যু এবং সমালোচনামূলক জাতিতত্ত্ব নিষিদ্ধ করা এবং নারীদের ক্রীড়ায় ট্রান্সজেন্ডার অ্যাথলেটদের অংশগ্রহণ বন্ধ করা হবে। এ ছাড়া জন এফ. কেনেডি, ববি কেনেডি ও মার্টিন লুথার কিং জুনিয়রের হত্যা সংক্রান্ত নথি প্রকাশ করা হবে।
এ সমাবেশে ট্রাম্পের সঙ্গে মঞ্চে ছিলেন বিশ্বের শীর্ষ ধনকুবের ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। ট্রাম্প প্রশাসনের ব্যয় হ্রাস কর্মসূচির নেতৃত্বে থাকা মাস্ক বলেন, আমরা আমেরিকাকে শতাব্দীর জন্য শক্তিশালী করে তুলব।
তুষারপাত এবং হিমশীতল আবহাওয়ার কারণে সোমবার ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠান ক্যাপিটল ভবনের বাইরে হচ্ছে না। এটি রোটুন্ডায় স্থানান্তর করা হয়েছে। সবশেষ এখান শপথ অনুষ্ঠিত হয়েছিল ৪০ বছর আগে রোনাল্ড রিগানের সময়।