
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর আগাম জামিন শুনানির অনুমতি চেয়ে করা আবেদন নাকচ করে দিয়েছেন আদালত। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন তিনি।
বুধবার (১১ ডিসেম্বর) অবকাশকালীন চট্টগ্রাম মহানগর দায়রা জজ সাইফুল ইসলাম এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জানান, চিন্ময়ের পক্ষের আইনজীবীর ওকালতনামা না থাকায় আবেদনটি নাকচ করেছেন আদালত।
আদালত সূত্র জানায়, চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি ২ জানুয়ারি ধার্য রয়েছে। আজ এ মামলার অন্য দুই আসামির জামিন শুনানির কথা থাকলেও আইনজীবী না আসায় তা হয়নি। এ অবস্থায় চিন্ময়ের জামিনের আগাম শুনানির জন্য আবেদন করেন আইনজীবী রবীন্দ্র ঘোষ।
গত ৩১ অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা দায়ের করেন বিএনপি নেতা ফিরোজ খান। পরে তাঁকে অব্যাহতি দেওয়া হয়।