
ঔপনিবেশিক রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তনে সংবিধান সংস্কার করে শ্রম-কর্ম-পেশার প্রতিনিধিত্বমূলক সরকার ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছে যুব বাঙালি।
শনিবার (২৩ নভেম্বর ২০২৪) মুন্সীগঞ্জের সিপাহী পাড়ায় শ্রম-কর্ম-পেশার জনগণের ক্ষমতায়ন ও অভ্যন্তরীণ পরাধীনতা’মুক্ত দেশ গড়ার লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা এ আহ্বান জানান।
কেন্দ্রীয় সংগঠক রানার উদ্যোগে আয়োজিত মত বিনিময় সভায় আলোচনায় অংশ নেন কেন্দ্রীয় সংগঠক মো: তোফাজ্জল, মো: আলী পারভেজ, সাগর খালাসী, মশিউর রহমান দিপু, ইউসুফ সরকার রুজেল, রায়হান তানভীর, মুন্সীগঞ্জ জেলা সংগঠক আল আমিন ও মো: সেলিম।
আলোচকরা বলেন, দেশের বিদ্যমান সংবিধান যে ঔপনিবেশিক রাষ্ট্রীয় কাঠামো ও শাসনব্যবস্থা বহাল রেখেছে তা বারবার সঙ্কট সৃষ্টি করেছে। এ ধরণের আইনকানুন ও বিধিবিধান জনগণের জন্য এক ধরণের পরাধীনতা। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে অভ্যন্তরীণ পরাধীনতা মুক্ত বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে।
বক্তারা আরো বলেন, রক্তাক্ত অভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত প্রেক্ষাপটে বিভিন্ন সংস্কার কমিশন গঠিত হয়েছে। কমিশন গুলোর কার্যক্রমে অভ্যুত্থানে অংশগ্রহণকারী শ্রম-কর্ম-পেশার প্রতিনিধি দেখা যাচ্ছে না।
সংবিধান সংস্কার করে রাজনৈতিক দলের পাশাপাশি শ্রম-কর্ম-পেশার প্রতিনিধিত্বমূলক রাষ্ট্রীয় কাঠামো ও শাসনব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।