
ভারতকে উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, দয়া করে ভালো হয়ে যান। বাংলাদেশকে নিয়ে মাথা ঘামাবেন না। ড. ইউনূস বলে দিয়েছেন, পাশেই সেভেন সিস্টার। আমরা মাথা ঘামাতে চাই না।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দলের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
ভারতকে উদ্দেশ্য করে জয়নুল আবদিন ফারুক বলেন চেয়েছিলেন শেখ হাসিনার মাথায় হাত রেখে বাংলাদেশকে সেভেন সিস্টারের মতো এইট সিস্টার বানাবেন। কল্পনা করেই গেছেন, কিন্তু লাভ হয়নি।
তিনি বলেন, সত্যিই ভারত বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ হলে উচিত ছিল পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার পর শেখ হাসিনাকে ড. ইউনূস সরকারের কাছে হস্তান্তর করা। তাহলে আমরা বিশ্বাস করতাম আপনারা বাংলাদেশের মানুষকে সম্মান করেন।
ফারুক আরও বলেন, শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন, ষড়যন্ত্রে সাহায্যও করছেন। বাংলাদেশের মানুষ গরীব হতে পারে। আগরতলার কাছে ব্রাহ্মণবাড়িয়ার মানুষই যথেষ্ট আপনাকে প্রতিহত করতে। সেজন্য কথাবার্তা একটু ভালো করে বলা দরকার।
বাংলাদেশ একটি স্বাধীন দেশ— এ কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলপন, আমরা স্বাধীনভাবে বসবাস করতে চাই, স্বাধীনভাবে নির্বাচন করতে চাই। কারো হস্তক্ষেপ কামনা করি না।