
গাজীপুর মহানগরের টঙ্গী এলাকায় সাবেক এক ছাত্রলীগ নেতার নেতৃত্বে ‘বাংলাদেশ মুক্তির ডাক ৭১’ নামে একটি নতুন রাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বিশ্লেষণে এটি ছাত্রলীগের আদলে গঠিত একটি সংগঠন বলে মনে হচ্ছে।
নতুন এ সংগঠনের লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা, সংবিধান, জাতীয় পতাকা, জাতীয় সংগীত এবং মুক্তিযুদ্ধের ইতিহাস সুরক্ষিত রাখা। পাশাপাশি মুজিববাদ প্রতিষ্ঠার মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মান সমুন্নত রাখা।
শনিবার ঢাকার উত্তরার ডিয়াবাড়ি এলাকার একটি রেস্টুরেন্টে গোপন আয়োজনের মাধ্যমে এ সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। অনুষ্ঠানে সংগঠনের চেয়ারম্যান হিসেবে আল রিয়াদ-আদনান অন্তর, মহাসচিব খলিলুল্লাহ গাজী এবং মুখপাত্র হিসেবে হুমায়ুন কবিরের নাম ঘোষণা করা হয়। আয়োজনে উপস্থিত ছিলেন প্রায় ১৫-২০ জন।
সংগঠনের চেয়ারম্যান আল রিয়াদ-আদনান অন্তর জানান, তাদের মূল লক্ষ্য মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধ পুনরুদ্ধার, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং স্বাধীনতাবিরোধীদের প্রতিহত করা। এছাড়া রাজনৈতিক কর্মকাণ্ড ছাড়াও সামাজিক উন্নয়ন ও মানবিক কাজের মাধ্যমে একটি উন্নত বাংলাদেশ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে তাদের। তিনি জানান, শিগগিরই মাঠপর্যায়ে কার্যক্রম শুরু হবে।
অনুসন্ধানে জানা গেছে, সংগঠনের চেয়ারম্যান আল রিয়াদ-আদনান অন্তর টঙ্গী পূর্ব থানার এরশাদ নগরের বাসিন্দা। তিনি এক সময় গাজীপুর মহানগর ছাত্রলীগের টঙ্গী ৪৯ নম্বর ওয়ার্ডের সহসভাপতি ছিলেন। বিভিন্ন সময়ে নিজেকে ছাত্রলীগের স্বঘোষিত আহ্বায়ক হিসেবেও পরিচয় দিয়েছেন।
২০১৮ সালে ইয়াবাসহ র্যাবের হাতে গ্রেপ্তার হন আল রিয়াদ-আদনান। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা হলে তিনি ছাত্রলীগ থেকে বহিষ্কৃত হন। বহিষ্কারের আগে তিনি গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান সরকার বাবুর অনুসারী ছিলেন। পরে গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের গ্রুপের হয়ে কাজ শুরু করেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (অপরাধ দক্ষিণ) মো. আলমগীর হোসেন জানিয়েছেন, নতুন দল গঠনের বিষয়টি তাদের নজরে এসেছে এবং সংশ্লিষ্টদের বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম চলছে।