
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্যকে ঘিরে একটি বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, তার পাল্টা পাল্টা বিবৃতি দিয়েছে বিএনপি।
রোববার (২৯ ডিসেম্বর) রাজধানীর চন্দ্রিমা উদ্যানে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, খুব ঘোলা পানিতে মাছ শিকার করের চেষ্টা করছে একাত্তরের বিরোধীতাকারী জামায়াতে ইসলামী। ইসলাম নিয়ে রাজনীতি করেন, ইসলাম মানেতো মোনাফেকি করা না।
এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হলে রাতেই জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান একটি বিবৃতি দেন। এতে তিনি বলেন, রিজভী অবশ্যই জানেন ২০১৮ সালে প্রতিষ্ঠিত জোটকে এড়িয়ে ভিন্ন মতের লোকদের সঙ্গে জোট করে ক্ষমতায় যেতে ঐক্য করা কী জাতির সঙ্গে মোনাফেকি নয়? জনগণ এই রাজনৈতিক ছন্দ পতনের ইতিহাস ভুলে যায়নি।
এরপরই জামায়াতে ইসলামীর বিবৃতির পাল্টা জবাব হিসেবে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেওয়া হয়। একটি ছবি যুক্ত করে দেওয়া পোস্টে বলা হয়েছে, ২০১৮ সালের নির্বাচনে দর কষাকষি করে জোট থেকে ২২টি আসন বাগিয়ে নিয়েছিল জামায়াতে ইসলামী। সেই নির্বাচনে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানও ধানের শীষ প্রতীকে প্রার্থী হন। তাহলে কার সঙ্গে জোট? আর কার সঙ্গে মোনাফেকির কথা বললেন আমির?