
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার এবং জুলাই গণঅভ্যুত্থানের সময় ভূমিকা রাখা ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির কর্মসূচি ঘোষণা করেন।
৬ ফেব্রুয়ারি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘মার্চ ফর জাস্টিস’ এবং প্রতিষ্ঠান-প্রধানদের বরাবর স্মারকলিপি দেবে ছাত্রদল। সব ইউনিটের নেতাকর্মীসহ ছাত্রসমাজকে এ কর্মসূচি পালনের কথা বলেছে সংগঠনটি।