দলীয়রাজনীতি
ট্রেন্ডিং

এ সমস্যার সমাধান কীভাবে, মানুষ জানতে চায়

দেশের মালিক জনগণ উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষের কাছে গেলে একটি কথা বেরিয়ে আসে—আমরা সব কিছুই বুঝেছি, আমাদের সমস্যার সমাধান কী হবে? নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম প্রতিদিন যেভাবে উঠছে-নামছে, সেটি মানুষের কষ্টের কারণ হয়ে গেছে। মানুষের জানার ইচ্ছা এ সমস্যার সমাধান কীভাবে হবে?

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘আমরা বিএনপি পরিবার’-এর এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনের সময় দায়িত্ব পালন করা বিভিন্ন গণমাধ্যমের আলোকচিত্র সাংবাদিক ও তাদের পরিবারের সঙ্গে এ মতবিনিময় সভা হয়। এতে আহত সাংবাদিকদের আর্থিক অনুদান প্রদান করা হয়।

তারেক রহমান বলেন, দেশ নিয়ে কী হবে না হবে, এই সিদ্ধান্ত নেবার একমাত্র ক্ষমতা বাংলাদেশের মানুষের। সারা পৃথিবীতে গণতান্ত্রিক ব্যবস্থা বলতে যা বোঝায় সেটি হচ্ছে নির্বাচন, নির্বাচনের মাধ্যমেই জনগণ তাদের মতামত ব্যক্ত করে থাকেন। সেটি হোক ইউনিয়ন পরিষদ বা জাতীয় নির্বাচন—নির্বাচনের মাধ্যমেই  জনগণ তাদের মতামত প্রকাশ করে থাকেন।

তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণ সিদ্ধান্ত নিয়ে থাকেন তারা কী চায়, নির্বাচনের মাধ্যমে জনগণ তার জবাব দিয়ে থাকেন—তারা দেশ সম্পর্কে কী বলতে চায়। রাজনীতিবিদদের তারা কী বলতে চায়, সেটিও তারা নির্বাচনের মাধ্যমে বলে থাকেন। জনগণের অধিকার যদি জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে, দেশে কীভাবে কী হবে এ বিষয়ে সিদ্ধান্ত সম্পূর্ণ জনগণের।

নির্বাচন যত বিলম্বে হবে, দেশের সমস্যা তত বাড়বে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জনগণের অধিকার দ্রুত তাদের কাছে ফিরিয়ে দেওয়া দরকার। জনগণই দেশ পরিচালনার দায়িত্ব ঠিক করবে।

দেশের অনেক মৌলিক সমস্যা আছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, একটি বেসিক সমাধানের পরিকল্পনা ৩১ দফায় দিয়েছি। মানুষের সমস্যার সমাধান করতে না পারলে উচ্চ কক্ষই বলুন, এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হবে না বলুন, আরও যথাযথ ক্ষমতার ভারসাম্য—যত যা-ই বলি না কেন, দিন শেষে মানুষের কোনও উপকার হবে না।

তারেক রহমান বলেন, আমরা জনগণের অধিকার যত দ্রুত তাদের কাছে ফিরিয়ে দিতে পারবো, জনগণের অধিকার যত দ্রুত দেশে প্রতিষ্ঠিত করতে পারবো, আমি বিশ্বাস করি তত দ্রুত আমরা দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে থেকে ফিরিয়ে আনতে সক্ষম হবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button