দলীয়রাজনীতি
ট্রেন্ডিং

নেতাকর্মীদের ৫ আগস্টের ভয় দেখাল বিএনপি

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের বিপক্ষে কাজ করলে ৫ আগষ্টের মত পরিণতি হবে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার জেলার এক প্রশিক্ষণ কর্মশালায় এ বার্তা দেন তিনি।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, আপনারা জনগণ থেকে বিচ্ছিন্ন হলে পরিণতি ৫ আগস্টের মতো হবে। ব্যক্তি স্বার্থে দলের সাথে আঘাত করলে দল তাদেরকে কোনো রকম আশ্রয় প্রশ্রয় দেবে না।

অন্যায় বা খারাপ কাজ করলে যেকোনো পর্যায়ের নেতাকর্মীদের সাথে বিএনপি সম্পর্ক রাখবে না উল্লেখ করে তিনি বলেন, জনগণ বিএনপির ওপর আস্থা রাখছে। কিন্তু সেই বিশ্বাস যারা নষ্ট করতে চায়, তাদের কোনো ছাড় দেয়া হবে না। বিএনপি জনপ্রিয় কিনা সে সিদ্ধান্ত জনগণ নেবে। কারো পক্ষে একাকী সব সমস্যার সমাধান করা সম্ভব নয়। সবাইকে ধৈর্য ধরতে হবে।

নির্বাচনের আগেই বিএনপি ঘোষিত ৩১ দফা জনগণের কানে পৌঁছে দিতে হবে উল্লেখ করে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, নেতাকর্মীদের জনগণকে সাথে নিয়ে জনগণের পাশে থেকে ৩১ দফা বাস্তবায়ন করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button