অদলীয়রাজনীতি
ট্রেন্ডিং

উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে বের হয়ে করবে

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়েই করবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বহস্পতিবার (২৩ জানুয়ারি) ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, একই সঙ্গে রাজনৈতিক দলেরও সরকারের কাজে হস্তক্ষেপ করা অনুচিত। বিভিন্ন সরকারি ও সাংবিধানিক গুরুত্বপূর্ণ পদে নিয়োগে তদবির বা চাপ প্রয়োগ করা অনুচিত।

বুধবার বিবিসি বাংলাকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া বক্তব্যের জবাবে এ প্রতিক্রিয়া জানান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এদিন উপদেষ্টা নাহিদ ইসলামও ফেসবুকে প্রতিক্রিয়া জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button