অদলীয়রাজনীতি
ট্রেন্ডিং

তরুণ উপদেষ্টার নেতৃত্বে নতুন দল ঘোষণা এ মাসেই

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ে চলতি ফেব্রুয়ারি মাসের দ্বিতীয়ার্ধে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটবে। অন্তর্বর্তী সরকারের একজন তরুণ উপদেষ্টা পদত্যাগ করে এ দলের নেতৃত্বে আসবেন বলে জানা গেছে।

সংগঠন দুটির শীর্ষ নেতারা বলছেন, আদর্শগতভাবে মধ্যপন্থী ধারার এ দলের নাম এবং প্রতীক কী হবে, তা এখনো ঠিক হয়নি। এ বিষয়ে কিছু প্রস্তাব এসেছে, তা নিয়ে আলোচনা চলছে।

জাতীয় নাগরিক কমিটি সূত্র বলছে, অন্তর্বর্তী সরকারে শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে থাকা তিন উপদেষ্টার (মাহফুজ আলম, নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ) মধ্যে একজন পদত্যাগ করে নতুন দলের নেতৃত্ব নেবেন। অন্য দুজন পরে সুবিধাজনক সময়ে পদত্যাগ করে এ দলে যোগ দিতে পারেন। তাদের একজন জুনে উপদেষ্টার পদ ছাড়তে পারেন।

এ বিষয়ে জানতে চাইলে জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেন বলেন, ফেব্রুয়ারির শেষাংশে তারা রাজনৈতিক দলের ঘোষণা দিবেন। এটি ডান ও বাম ধারার বাইরে জাতীয় স্বার্থকে গুরুত্ব দিয়ে মধ্যপন্থী দল হবে। গণঅভ্যুত্থানের পক্ষে থাকা কোনো দলের রাজনীতিতে যুক্ত না ব্যক্তিদের নতুন দলে স্বাগত জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button