
শাসন ক্ষমতার রূপান্তর ছাড়া দেশ বড় ধরণের সংকটের মধ্যে পড়বে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল – জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দীন মাহমুদ স্বপন।
রোববার (২ ফেব্রুয়ারি ২০২৫) ফেনীর সোনাগাজী উপজেলা জেএসডি আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, এতো রক্তপাতের পর গুণগত পরিবর্তনের জন্য যে সরকার এখন ক্ষমতায় তাদের আমরা সহযোগিতা করতে প্রস্তুত। কিন্তু সেটি না হলে ঐক্যবদ্ধভাবে সংস্কারের জন্য সরকারকে চাপ দিতে হবে।
তিনি বলেন, ফ্যাসিবাদ বিরোধী শক্তির অনৈক্য কোনভাবেই কাম্য নয়। জনগণের অভিপ্রায় অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে হবে।
ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্রকে পুনরুদ্ধার করে নতুন করে গতি সৃষ্টির লক্ষ্যে সকল শ্রম-কর্ম ও পেশাজীবী মানুষ নিয়ে অংশীদ্বারিত্বের গণতন্ত্র প্রতিষ্ঠার বিকল্প নেই বলে মত দেন জেএসডির সাধারণ সম্পাদক।
সোনাগাজীর একটি রেস্তোরায় উপজেলা জেএসডির আহবায়ক হাজী সুলতান আহমদ মাস্টারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন জেলা জেএসডির সভাপতি বাবু হীরা লাল চক্রবর্তী, সাধারণ সম্পাদক এডভোকেট সামছুদ্দিন মজুমদার সাচ্চু,কমরেড এম এ তাহের, মাহফুজুল হক,মোহাম্মদ মোস্তফা, এম এইচ জাহাঙ্গীর, তাজ উদ্দিন আজাদ, ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোসলেহ উদ্দিন বিজয় প্রমুখ।