
জামায়াতে ইসলামীর নেতা মীর কাসেম আলীর ছেলে মীর আহমেদ বিন কাসেমের (ব্যারিস্টার আরমান) স্ত্রীকে ‘মুখ বন্ধ’ রাখার হুমকি দিয়েছেন শেখ রেহানার মেয়ে ও ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিক। ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন অভিযোগ করেছেন ব্যারিস্টার আরমান।
ব্যারিস্টার আরমান জানান, ২০১৭ সালে তাকে নিয়ে টিউলিপকে চ্যানেল-৪ নিউজের ব্রিটিশ এক সাংবাদিক প্রশ্ন করেন। সেই ফুটেজটি সম্প্রচারের কয়েক ঘণ্টার মধ্যেই তার বাসায় অভিযান চালায় র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় তার স্ত্রীকে ‘মুখ বন্ধ’ রাখার হুমকি দেওয়া হয়। এ বিষয়ে গণমাধ্যমে কোনো কথা না বলতে শাসান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
খবরে বলা হয়, চ্যানেল-৪ নিউজের সাংবাদিক টিউলিপকে বলেছিলেন, একটি ফোনকলের মাধ্যমে বাংলাদেশের নাগরিক ব্যারিস্টার আরমানের জন্য বিশাল পরিবর্তন আনতে পারেন আপনি। জবাবে টিউলিপ বলেন, আপনি যা বলছেন তা সাবধানে বলুন। আমি একজন বৃটিশ এমপি। সাংবাদিকের সঙ্গে টিউলিপের আলাপের এই অংশটি পরদিন প্রচার করে গণমাধ্যমটি।
শেখ পরিবার টিউলিপের সাংবাদিকদের মুখোমুখি হওয়া ভালো চোখে দেখেনি মন্তব্য ব্যারিস্টার আরমান বলেন, সে কারণে তারা প্রশাসন দিয়ে আমার পরিবারকে নতজানু করার চেষ্টা করেছে। তারা এমনভাবে চার্জ করছিল যেন তারা একজন সন্ত্রাসীকে খুঁজছে।
২০১৬-২০২৪ সাল পর্যন্ত শেখ হাসিনার গোপন কারাগারে বন্দী ছিলেন ব্যারিস্টার আরমান। বিনা বিচারে দীর্ঘ আট বছর আটক থাকার পর ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে ৬ আগস্ট মুক্তি পান তিনি।
ফিন্যান্সিয়াল টাইমসকে ব্রিটেনে আরমানের আইনজীবী মাইকেল পোলক বলেন, ব্রিটিশ এমপি টিউলিপকে ন্যায্যভাবে প্রশ্ন করায় বাংলাদেশে এমন হুমকি সৃষ্টি করা বাহিনীর বিরুদ্ধে গুম-খুমের অভিযোগ রয়েছে।
টিউলিপ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে। শেখ হাসিনা ও আওয়ামী লীগের ঘনিষ্টদের কাছ থেকে তিনি ও তার বোন আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে আলাদা দুটি ব্যয়বহুল ফ্ল্যাট বিনামূল্যে নেওয়ার অভিযোগ উঠেছে। টিউলিপ ও তার পরিবার লন্ডনে কীভাবে এমন ফ্ল্যাট নিয়েছেন, তা খতিয়ে দেখার আহ্বান এবং টিউলিপের পদত্যাগ দাবি করেছেন টোরি এমপিরা।
লন্ডনে ব্যয়বহুল ফ্ল্যাট উপহার নেওয়া ও সম্পত্তি ব্যবহারের অভিযোগের ঘটনায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর নীতিশাস্ত্র উপদেষ্টার কাছে আত্মসমর্পণ করেছেন টিউলিপ সিদ্দিক। অভিযোগ খতিয়ে দেখছেন ব্রিটিশ প্রধানমন্ত্রীকে মন্ত্রিত্বমূলক কোড কার্যকর করার পরামর্শক স্যার লরি ম্যাগনাস।