
চীনে ছড়িয়ে পড়া হিউম্যান মেটানিউমোভাইরাসের (এইচএমপিভি) সংক্রমণ ভারতের কয়েকটি রাজ্যে বিস্তার ঘটেছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) পর্যন্ত ৮ জনের সংক্রমণ সনাক্ত করা হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়, ভারতে কর্ণাটকের বেঙ্গালুরুতে দুই জন, তামিলনাডুর চেন্নাই ও সালেমে দুই জন, মহারাষ্ট্রের নাগপুরে দুই জন, গুজরাটের আমেদাবাদে একজন ও পশ্চিমবঙ্গের কলকাতায় একজনের এইচএমপিভি ধরা পড়েছে।
সংক্রমিতদের মধ্যে বয়স্কদের পাশাপাশি শিশু-কিশোরও রয়েছে। তাদের জ্বর ও সর্দিকাশির উপসর্গ রয়েছে। কেউ কেউ হাসপাতালে ভর্তি থাকলে, কেউ কেউ বাড়িতেও চিকিৎসা নিচ্ছেন। কয়েকজনের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে।
উচ্চ পর্যায়ের এক বৈঠক শেষে এইচএমপিভি নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন ভারতের স্বাস্থ্যমন্ত্রী। জনগণকে আশ্বস্ত করে তিনি বলেন, এই ভাইরাস মোকাবিলা করায় কোনও সমস্যা হবে না। তাই দেশবাসীকে শান্ত এবং সতর্ক থাকতে হবে।
সম্প্রতি এইচএমপি ভাইরাসের সংক্রমণ চীনে ছড়িয়ে পড়ে, তা এখন দেশে দেশে ছড়িয়ে পড়ায় উদ্বেগ বেড়ছে। তবে এটিকে ‘শীতকালীন সংক্রমণ’ বলে দাবি চীনের।