
জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যা, নির্যাতনের প্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক পরিবর্তনের দাবি উঠে। শেষ পর্যন্ত র্যাব, পুলিশ ও আনসারের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা গেছে, সভায় ১৮টি ধরনের ডামি পোশাক পরে পুলিশ, আনসার ও র্যাবের প্রতিনিধিদল উপস্থিত হয়। তার মধ্য থেকে পোশাক নির্বাচন করা হয়। তবে কোন পোশাক নির্বাচন হয়েছে তা প্রকাশ করা হয়নি।
এর আগে গত ১১ আগস্ট পুলিশের পোশাক ও লোগো পরিবর্তন করা হবে বলে জানিয়েছিলেন তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।