কর্মজীবনখবরাখবর
ট্রেন্ডিং

ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন, কাজে ট্রেইনি চিকিৎসকরা

ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন জারির পর মঙ্গলবার (৩১ ডিসেম্বর) থেকে কাজে ফেরার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী পোস্ট গ্রাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা।

সোমবার (৩০ ডিসেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস’র সভাপতি ডা. জাবির হোসেন।

তিনি বলেন, দীর্ঘ চারমাস ধরে ভাতা বৃদ্ধির বিষয়ে সকল জায়গায় গিয়েছি আমরা এবং অনেকের সঙ্গে কথা বলেছি। সবার সঙ্গে কথা বলার পরও সমাধান না হওয়ায় রাস্তায় নামতে বাধ্য হয়েছি আমরা। শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করার পর আমাদের ডাকা হয় এবং ভাতা বৃদ্ধির বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

কাজের ফেরার ঘোষণা দিয়ে ডা. জাবির হোসেন বলেন, সার্বিক দিক বিবেচনা করে জানুয়ারি থেকে ৩০ হাজার টাকা এবং জুলাই থেকে ৩৫ হাজার টাকা ভাতা বৃদ্ধি করার প্রজ্ঞাপনটি আমরা মেনে নিয়েছি। মঙ্গলবার সকাল ৮টা থেকে আমরা কাজে ফিরব। তবে প্রজ্ঞাপন বাস্তবায়িত না হলে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কথা বিবেচনা করে ইনক্রিমেন্ট আলোচনার মাধ্যমে সমাধান না করলে আবারও রাস্তায় নামতে বাধ্য হব।

আরো পড়ুন

এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এন্ড সার্জন্স (বিসিপিএস) অধিভুক্ত ইনস্টিটিউটের পোস্ট গ্রাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়। এতে বলা হয়, পোস্ট গ্রাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের ভাতা আগামী জানুয়ারি থেকে ৩০ হাজার এবং পরবর্তী জুলাই থেকে ৩৫ হাজার টাকা করা হবে।

Back to top button