অপরাধখবরাখবর
ট্রেন্ডিং

শেখ মুজিবের আমল থেকেই শুরু গুম-আয়নাঘর

কুখ্যাত গুম ও আয়নাঘরের সংস্কৃতি শেখ মুজিবের শাসনামল থেকেই শুরু হয়েছিল মন্তব্য করে উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, শেখ মুজিব যে একনায়কতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন, সেটিই বাস্তবায়ন করেছেন শেখ হাসিনা।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশে (পিআইবি) ‘তারুণ্যের উৎসব ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

মাহফুজ আলম বলেন, শেখ মুজিব যেভাবে বিরোধীদের দমন করেছিলেন, শেখ হাসিনাও সেই একই পথ অনুসরণ করেছেন। রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে প্রশাসনের বিভিন্ন স্তরে গুণ্ডা লালন-পালন করেছেন তিনি।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, যে সুন্দর স্বপ্ন নিয়ে তরুণরা রাজপথে নেমেছে, সেই স্বপ্ন এখনও পূরণ হয়নি। খুনিদের বিচার নিশ্চিত করতে পারলেই সেই স্বপ্ন বাস্তবায়ন সম্ভব হবে।

দেশের সংস্কার প্রক্রিয়া নিয়ে মাহফুজ আলম বলেন, মানুষের প্রত্যাশা ছিল একটি নতুন ও কার্যকর রাষ্ট্র ব্যবস্থার, যা আমরা এখনও প্রতিষ্ঠা করতে পারিনি। তবে সরকার ন্যায়বিচার নিশ্চিত করতে কাজ করছে।

তিনি বলেন, এই জাতিকে উদ্ধারের প্রকল্প অনেক বড়। শুধু নির্বাচন ও সংস্কার করলেই সব সমস্যার সমাধান হবে না। নতুন রাষ্ট্রব্যবস্থা গঠনে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button