গ্রাম বাংলাচট্টগ্রাম
ট্রেন্ডিং

স্পষ্ট বার্তা: এক-এগারো চাই না, ভয়ের কিছু নাই

বিতর্কিত এক-এগারোর গুঞ্জন নিয়ে অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, বাংলাদেশে সেনাশাসন আসার কোনো অবস্থা নেই। এক-এগারো চাই না। এক-এগারো নিয়ে ভয় পাওয়ার কিছু নেই।

শনিবার (২৫ জানুয়ারি) লক্ষ্মীপুরের রামগঞ্জ সরকারি কলেজ মাঠে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক ও উপদেষ্টা মাহফুজ আলমকে নিজ জেলার ছাত্র-জনতা গণসংবর্ধনা দেয়। সেখানে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা হওয়ার পর প্রথমবারের নিজ এলাকায় আসায় মাহফুজ আলমকে জামায়াতে ইসলামি, ইসলামী আন্দোলনের প্রতিনিধি সংবর্ধনায় থাকলেও বিএনপির কেউ ছিল না।

মাহফুজ আলম বলেন, আমরা কোনো রাষ্ট্রের মদদে হাসিনাকে উৎখাত করিনি, ছাত্র-জনতা রক্ত দিয়ে তাকে উৎখাত করেছে। কারো তাঁবেদারি করার দরকার নেই। আমরা কারো কাছে আর মাথা নত করবো না। কয়দিন আগে বলেছিলাম ওয়াল ইলেভেন চাই না। ওয়াল ইলেভেন নিয়ে ভয় পাওয়ার কিছু নেই।

আরো পড়ুন

রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, বাংলাদেশপন্থীদের ভেতর ফ্যাসিবাদবিরোধী শক্তি ঐক্যবদ্ধ হোক। সংস্কারগুলো করার জন্য সরকারকে সহযোগী করুন। প্রতিষ্ঠান সংস্কার হলে উপকৃত হবে বাংলাদেশের জনগণ, বৈষম্য বিরোধী জনগণ। আপনাদের সদিচ্ছা থাকলে সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করেন। সংস্কারের কাজ শেষ হওয়ার পর সুষ্ঠু, গণতান্ত্রিক উপায় ক্ষমতা হস্তান্তরের দিকে আগাবো আমরা।

মাহফুজ আলম বলেন, আমি অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিত্ব করছি। কোন রকম রাজনৈতিক পক্ষপাত করতে চাই না বরং রাজনৈতিক কর্মসূচি রাজনৈতিক দলগুলো রাজনৈতিকভাবে করবে। বাংলাদেশপন্থী কারো সাথে আমাদের কোন বিরোধ নেই। কিন্তু দিল্লির তাবেদারি করার কোন প্রচেষ্টা হলে বিরোধ হবেই, হবে।

আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদ, আলেমবিরোধী, প্রতিষ্ঠানবিরোধী, নারীবিরোধী তাদের কাউকে নির্বাচনের অংশগ্রহণ করতে দেয়া হবে না.. হবে না.. হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button