
বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন প্রদেশের মংডু শহর দখলের পর দেশটির সরকারি বাহিনীর এক জেনারেলসহ শত শত সৈন্যকে আটকের কথা জানিয়েছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)।
বুধবার (১১ ডিসেম্বর) মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতীর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মিয়ানমারের সামরিক বাহিনীর আটক ওই জেনারেল হলেন ব্রিগেডিয়ার জেনারেল থুরেইন তুন। তাকে কুখ্যাত হিসেবে বর্ণনা করা হয়েছে।
আরাকান আর্মি জানিয়েছে, রাখাইন প্রদেশের মংডু শহরে সামরিক জান্তার শেষ ঘাঁটিটি রোববার দখলে নিয়েছে তারা। তখন কুখ্যাত ব্রিগেডিয়ার জেনারেল থুরেইন তুনসহ শত শত সরকারি সেনাকে বন্দি করা হয়।
মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে কয়েক মাস লড়াইয়ের পর মংডু শহরের দখল নেয় আরাকান আর্মি। ফলে বাংলাদেশের সীমান্তবর্তী প্রায় পৌনে তিনশ কিলোমিটার গোষ্ঠীটির নিয়ন্ত্রণে চলে গেলো।
রাখাইনের গণমাধ্যমগুলো সোমবার জানিয়েছে, মংডু যুদ্ধ শেষে প্রায় ৮০ জন রোহিঙ্গা বিদ্রোহীসহ সরকারি সেনা, সামরিক অপারেশন কমান্ড-১৫ এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল থুরেইন তুনকে গ্রেপ্তার করেছে আরাকান আর্মি। শহরটি দখলে মে মাসের শেষের দিকে আক্রমণ শুরু করেছিল এএ।