আন্তর্জাতিকদক্ষিণ-পূর্ব এশিয়া
ট্রেন্ডিং

ঢাকা-দিল্লি সম্পর্ক: মুখ খুললেন ভারতীয় সেনাপ্রধান

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে ভারতের সঙ্গে সম্পর্কে এক ধরনের উত্তেজনা বিরাজ করছে। অন্তর্বর্তীকালীন সরকার সুসম্পর্ক রাখার আগ্রহ দেখালেও সাড়া মিলছে না, উল্টো সীমান্তে পারদ তুলছে। এমন পরিস্থিতিতে ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, প্রতিবেশীদের মাঝে বিদ্বেষ কোনও পক্ষের জন্যই ভালো বয়ে আনবে না।

সোমবার (১৩ জানুয়ারি) ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেছেন দেশটির সেনাপ্রধান।

ভারতের সেনাবাহিনীর ‘আর্মি ডে’ সামনে রেখে আয়োজিত এ সংবাদ সম্মেলনে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, আমরা প্রতিবেশী, আমাদের একসাথে থাকতে হবে। একে অপরকে বুঝতে হবে এবং কোনও ধরনের শত্রুতা আমাদের একে অপরের স্বার্থের জন্য ভালো হবে না।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সম্প্রতি বাংলাদেশের সেনাপ্রধানের মন্তব্য আপনাকে মনে করিয়ে দিতে চাই। তিনি বলেছিলেন, ‘কৌশলগত দিক থেকে ভারত আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’ কৌশলগত কারণে আমাদের জন্যও বাংলাদেশ গুরুত্বপূর্ণ।

ভারতীয় সেনাপ্রধান বলেন, বাংলাদেশের বেশিরভাগ সীমান্ত ভারতের সঙ্গে এবং সীমান্তের ছোট একটি অংশ মিয়ানমারের সঙ্গে রয়েছে। দুই দেশের সেনাবাহিনীর মধ্যে কোনও সমস্যা নেই।

বাংলাদেশে ক্ষমতার পালাবদলের বিষয়ে তিনি বলেন, যখন পরিবর্তন ঘটল, তখন থেকেই বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। এমনকি গত ২৪ নভেম্বর ভিডিও কনফারেন্সেও আমাদের কথা হয়েছে।

সামরিক সহযোগিতার ক্ষেত্রে আগের মতোই চলছে উল্লেখ করে ভারতীয় সেনাপ্রধান বলেন, আমাদের কর্মকর্তারা সেখানে এনডিসিতে যোগ দিয়েছেন। এই বিষয়ে কোনও ছাড় নেই। যৌথ মহড়া চালানো হতো, এখনকার পরিস্থিতির কারণে আমরা কিছু সময়ের জন্য সেটি স্থগিত করেছি। পরিস্থিতির উন্নতি হলে সেই মহড়াও হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button