
ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস নেতা মনমোহন সিং মারা গেছেন বৃহস্পতিবার। তার শেষকৃত্যের স্থান ও স্মৃতিসৌধ নির্মাণে নরেন্দ্র মোদি সরকারের কাছে জায়গা চেয়েছিল কংগ্রেস এবং তার পরিবার। এ নিয়ে শুক্রবার (২৭ ডিসেম্বর) দিনভর টানাপোড়েন চলেছে।
বিজনেস স্ট্যান্ডার্ডের এক প্রতিবেদনে বলা হয়, ভারতের বিজেপি সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুক্রবার সকালে চিঠি দিয়ে শেষকৃত্যর স্থলে স্মৃতিসৌধরের জন্য জমি চান কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, মোদির সঙ্গে ফোনেও কথা বলেন তিনি। একই আবেদন জানিয়েছে মনমোহনের পরিবারও।
পরে শুক্রবার সন্ধ্যায় বিজেপির সাবেক মিত্র শিরোমনি আকালি দলের নেতা সুখবীর সিং বাদল সামাজিকমাধ্যমে পোস্ট দিয়ে মনমোহনের পরিবারের অনুরোধ প্রত্যাখ্যান করাই নিন্দা জানান। এরপর কংগ্রেসের একাধিক নেতা সমাজিকমাধ্যমে পোস্ট করেন, প্রথম শিখ প্রধানমন্ত্রী মনোমোহনের শেষকৃত্যের স্থানে সৌধ নির্মাণের অনুমতি না দিলে শিখ সমাজকে অপমান করা হবে।
মধ্যরাতে পিআইবির এক বিবৃতিতে বলা হয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফোন করে মনমোহনের স্মৃতিসৌধের জমি দেওয়ার কথা কংগ্রেস সভাপতিকে জানিয়ে দিয়েছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নিগমবোধ ঘাটে রাষ্ট্রীয় মর্যাদায় মনমোহনের শেষকৃত্য হবে। কেন রাজঘাট থেকে শেষকৃত্য নিগমবোধ ঘাটে গেল তা নিয়েও প্রশ্ন ওঠে। তবে জমির জন্যই শেষকৃত্যের স্থান সরানো হয়েছে বলে জানানো হয়।