জাতীয়সরকার
ট্রেন্ডিং

মেট্রোরেলে মিলবে কিউআর টিকিট, পাবেন যেভাবে

মেট্রোরেলের একক যাত্রার টিকিটের সংকট সমাধানে বিকল্প হিসেবে কিউআর সিস্টেম চালুর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, মেট্রোরেলে দিনে গড়ে প্রায় সাড়ে তিন লাখ যাত্রী যাতায়াত করেন, যার অর্ধেকের বেশি একক যাত্রার টিকিট ব্যবহারকারী।

দুই লাখ একক যাত্রার টিকিট যাত্রীরা ফেরত না দেওয়ায় এবং কিছু টিকিট নষ্ট হওয়ায় সংকট দেখা দিয়েছে জানিয়ে ডিএমটিসিএল বলেছে, ন্যূনতম ৪০ থেকে ৫০ হাজার একক যাত্রার টিকিট প্রয়োজন হলেও এখন মাত্র ৩০ হাজার রয়েছে।

সম্প্রতি ডিএমটিসিএলের বোর্ড মিটিংয়ে একক যাত্রার টিকিট সংকট আপাতত সমাধানে বিকল্প হিসেবে কিউআর সিস্টেম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। সে অনুযায়ী, টিকিট ভেন্ডর মেশিনের মতো প্রতিটি স্টেশনে কিউআর সিস্টেমের জন্য আলাদা বুথ বসানো হবে।

আলাদা বুথ থেকে কিউআর সম্বলিত কাগজ সরবরাহ করা হবে, টিকিট হিসেবে ব্যবহার করা যাবে। এছাড়া মোবাইল স্ক্যানারের মাধ্যমেও কিউআর টিকিট ব্যবহারেরও ব্যবস্থা থাকবে। কিউআর টিকিট ব্যবহারের জন্য প্রতিটি স্টেশনে আলাদা প্রবেশপথ থাকবে আর একদিনের কিউআর টিকিট অন্যদিন ব্যবহার করা যাবে না।

এ বিষয়ে জানতে চাইলে ডিএমটিসিএলের ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক আবদুর রউফ বলেন, টিকিট সংকটের সমাধানে বর্তমান সিস্টেমের পাশাপাশি শিগগিরই নতুন প্রযুক্তি চালু করা হচ্ছে। ফলে দ্রুতই এই সংকট কেটে যাবে এবং যাত্রীরা ভালো সেবা পাবে।

এদিকে, বিদেশ থেকে নতুন করে ৪ লাখ ৯০ হাজার একক যাত্রার টিকিট কার্ড আনা হচ্ছে জানিয়ে ডিএমটিসিএল বলছে, নভেম্বরে ২০ হাজার টিকিট আনা হলেও সংকট কাটেনি। আগামী সপ্তাহে আরও ২০ হাজার টিকিট আসছে। এ ছাড়া আগামী ফেব্রুয়ারি মাসে আরও ২০ হাজার, মার্চে এক লাখ এবং তারপর এক লাখ ৯০ হাজারসহ বাকি টিকিট কার্ড আসবে। ফলে মেট্রোরেলের টিকিট সংকট স্থায়ীভাবে কেটে যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button