জাতীয়সরকার
ট্রেন্ডিং

কোনো মহল ফ্যাসিবাদের তোষণ করলে ক্ষমা নেই

গণমাধ্যমের স্বাধীনতা পুঁজি করে কোনো মহল ফ্যাসিবাদের তোষণ করলে জনগণ ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, বর্তমানে গণমাধ্যমের ওপর সরকারের চাপ নেই, তবে সামাজিক চাপ রয়েছে। এটা তাদের অতীত কর্মের কারণেই।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) অডিটোরিয়ামে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত সাংবাদিক এবং অসুস্থ-অসচ্ছল সাংবাদিকদের অনুদান ও সাংবাদিক সন্তানদের বৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সাংবাদিকতার ওপর জনগণের প্রত্যাশার বিষয়ে নাহিদ ইসলাম বলেন, অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে সাংবাদিকতাকে জনগণ নতুন করে দেখতে চায়। সেজন্য গণমাধ্যমের সংস্কার প্রয়োজন। সরকার গণমাধ্যম সংস্কারের উদ্যোগ নিয়েছে। গণমাধ্যম বাংলাদেশের গণতন্ত্রের ভিত্তি হিসাবে প্রতিষ্ঠিত হবে এবং দেশ ও জনগণের পক্ষে সব সময় কাজ করবে।

আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনামলে বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানে দলীয়করণ হয়েছে মন্তব্য করে তিনি বলেন, এ থেকে গণমাধ্যমও রেহাই পায়নি। ফ্যাসিবাদী সরকার গণমাধ্যমকে অনুগত দাস বানানোর চেষ্টা করেছে। যেসব গণমাধ্যম সরকারের অনুগত ছিল না, তাদের প্রতি নেমে আসতো নানা ধরনের দমন-পীড়ন।

আরো পড়ুন

আওয়ামী লীগ সরকারের আমলে সাংবাদিকদের উপর দমন-পীড়নের চিত্র জনসম্মুখে প্রকাশের আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, সাংবাদিকদের কোনো দলীয় পরিচয় নেই। সাংবাদিকদের দেশ ও জনগণের জন্য লিখতে হবে এবং কথা বলতে হবে। গণমাধ্যম সরকারের সমালোচনা করবে, জনগণ এমনটাই প্রত্যাশা করে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, গত ১৬ বছরে গণমাধ্যম এই ভূমিকা পালন করতে পারেনি।

যেসব সাংবাদিক ফ্যাসিবাদের পক্ষে কাজ করেছেন, তারা সাংবাদিক নন উল্লেখ করে তিনি বলেন, তারা সাংবাদিকতাকে ব্যবহার করে গণমাধ্যমকে কলুষিত করেছেন। যেসব সাংবাদিক গত সরকারের আমলে নির্যাতিত হয়েছেন, তারাই গণমাধ্যমকে প্রতিনিধিত্ব করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button