জাতীয়রাষ্ট্র
ট্রেন্ডিং

আইসিটি-ডিজিটালের দুর্নীতি নিয়ে হচ্ছে শ্বেতপত্র

ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সময় অগ্রাধিকার দেওয়া আইসিটি ও ডিজিটালাইজেশন খাতের দুর্নীতি-অনিয়ম নিয়ে শ্বেতপত্র তৈরির সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে গঠিতব্য উচ্চ পর্যায়ের কমিটি আগামী দুই মাসের মধ্যে এই শ্বেতপত্র প্রকাশ করবে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, আইসিটি এবং ডিজিটালাইজেশনকে ঘিরে অনেকগুলো দুনীতি সংবাদ বেরিয়েছে গণমাধ্যমে। এই খাত নিয়ে একটি শ্বেতপত্র তৈরী করার উদ্যোগ নেওয়া হয়েছে। সেটি তৈরীতে উচ্চ পর্যায়ে কমিটি গঠন করা হবে। এতে দেশি বিদেশি বিশেষজ্ঞরা থাকবে। দুই মাসের মধ্যে হোয়াইট পেপার প্রকাশ করবেন।

তিনি বলেন, দুই-একদিনের মধ্যে শ্বেতপত্র গঠন করা হবে। তারা এই খাতে কীভাবে দুর্নীতি হয়েছে, কত টাকা দুর্নীতি হয়েছে, কোন কোন ক্ষেত্রে দুর্নীতি হয়েছে ইত্যাদি অনুসন্ধান করে শ্বেতপত্র দেবে।

আরো পড়ুন

এসময় অন্তর্বন্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button