
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বহুল কাঙ্ক্ষিত যুদ্ধবিরতি এবং বন্দিমুক্তি অনুমোদন দিয়েছে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভায়। শুক্রবার (১৭ জানুয়ারি) এ চুক্তি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছে নেতানিয়াহুর কার্যালয়।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) গাজার যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে ইসরায়েলি মন্ত্রিসভার নির্ধারিত ভোটাভোটি বিলম্ব করা হয়। শেষ সময়ে চুক্তিতে হামাস পরিবর্তন আনার চেষ্টা করছে বলে অভিযোগ করেন নেতানিয়াহু।
ইসরায়েলি কার্যালয় জানিয়েছে, শুক্রবার প্রথমে নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠক করেন নেতানিয়াহু। পরে যুদ্ধবিরতি ও বন্দিমুক্তি চুক্তি অনুমোদন করতে সরকারি দপ্তরে পাঠানো হবে। এ বিষয়ে বন্দিদের পরিবারকে বিস্তারিত জানানো হয়েছে।
এর আগে বুধবার (১৫ জানুয়ারি) কাতারের রাজধানী দোহায় হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি ও বন্দিমুক্তি চুক্তি আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়। এরপরই মধ্যস্ততাকদরী কাতার ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা বিষয়টি ঘোষণা করেন।
তখন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি জানান, ইসরায়েলি মন্ত্রিসভার অনুমোদন পেলেই রোববার থেকে চুক্তিটি কার্যকর হবে।