
চীনের তিব্বতের অন্যতম পবিত্র নগরী শিগাতসে হিসেবে বিবেচিত শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে, আহত হয়েছেন আরও ৬২ জন। স্থানীয় সময় মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ৯টা ৫ মিনিটে ৭ দশমিক ১ মাত্রার এ ভূমিকম্প হয়।
বিবিসির খবরে বলা হয়েছে, তিব্বতের দ্বিতীয় বৃহত্তম শহর শিগাতসে ভূমিকম্পে এখন পর্যন্ত ৫৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপের তথ্য বলছে, তিব্বতের শিগাতসের ভূমিকম্প গভীরতা ছিল ১০ কিলোমিটার। ভূমকম্পের পর বেশ কয়েকটি আফটারশকও অনুভূত হয়েছে। পাশ্ববর্তীতে নেপাল, ভারত ও বাংলাদেশের কিছু অংশে ভূকম্পন অনুভূত হয়। প্রধান ভূতাত্ত্বিক ফল্ট লাইনে অবস্থিত হওয়ায় ওই অঞ্চলে প্রায়শই ভূমিকম্পের ঘটনা ঘটে।
তিব্বতের অন্যতম পবিত্র নগরী বিবেচিত শিগাতসে পঞ্চেন লামার ঐতিহ্যবাহী বাসস্থান। এই ব্যক্তি বৌদ্ধধর্মের একজন গুরুত্বপূর্ণ ধর্মগুরু। বৌদ্ধধর্মাবলম্বীদের কাছে দালাই লামার পরেই তার স্থান।
চীনা রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়, রিখটার স্কেলে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে প্রায় এক হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার তৎপরতা শুরু করেছে দেশটির বিমান বাহিনী। ভূমিকম্পস্থলের তাপমাত্রা হিমাঙ্কের অনেক নিচে থাকা, বিদ্যুৎ ও পানি সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় ড্রোন পাঠানো হয়েছে।