
শেখ রেহানার মেয়েও ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিককে যুক্তরাজ্যের সেন্ট্রাল লন্ডনে বিনামূল্যে ব্যয়বহুল একটি ফ্ল্যাট দিয়েছিলেন আওয়ামী লীগের ঘনিষ্ট ব্যবসায়ী আবদুল মোতালিফ।
শুক্রবার (৩ জানুয়ারি) ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতিবিষয়ক মিনিস্টার (ইকোনমিক সেক্রেটারি) টিউলিপকে লন্ডনের আবাসন ব্যবসায়ী আবদুল মোতালিফের বিনামূল্যে ফ্ল্যাট হস্তান্তরের তথ্য ব্রিটিশ ভূমি নিবন্ধনসংক্রান্ত নথিপত্রে উঠে এসেছে।
আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত আবদুল মোতালিফের বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠজনদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
যুক্তরাজ্যের ভূমি নিবন্ধনসংক্রান্ত নথির বরাত দিয়ে ফিন্যান্সিয়াল টাইমস বলছে, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপের বিনামূল্যে লন্ডনের কিংস ক্রস এলাকার কাছে অবস্থিত ফ্ল্যাটটি ২০০৪ সালে দেওয়া হয়। এটি ২০০১ সালে ১ লাখ ৯৫ হাজার পাউন্ড দিয়ে কেনা হয়েছিল। ফ্ল্যাটটির বর্তমান দাম নথিতে উল্লেখ করা না হলেও ওই ভবনের আরেকটি ফ্ল্যাট গত আগস্টে ৬ লাখ ৫০ হাজার পাউন্ডে বিক্রি হয়।
ওই ফ্ল্যাটে টিউলিপ সিদ্দিক বসবাস করতে,পরে বেশ কয়েক বছর তার ভাই-বোনেরা ছিলেন।
ফ্ল্যাটটি কেনার কথা স্বীকার করলেও বিস্তারিত কিছু বলতে চাননি আবদুল মোতালিফ। আর টিউলিপের একজন মুখপাত্র ওই ফ্ল্যাট পাওয়ার সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতার বিষয়টি ‘ভুল’ বলে দাবি করেছেন।
আওয়ামী লীগ সরকারের অগ্রাধিকার দেওয়া ৯ প্রকল্পে ৮০ হাজার কোটি টাকা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে টিউলিপসহ শেখ হাসিনা, শেখ রেহানা ও সজীব ওয়াজেদের বিরুদ্ধে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান চলছে— এমন সময় এই খবর বের হলো।