
বিডিআরের ৫৭ কর্মকর্তার নির্মম ও বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) এ অভিযোগ দায়ের করেন ওই হত্যাকাণ্ডের শিকার সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যরা।
এ সময় নিহত বিডিয়ারের তৎকালীন মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে ব্যারিস্টার রাকিন আহমেদ, কর্নেল মুজিবুল হকের স্ত্রী ফেরদৌসী, কর্নেল কুদরত এলাহীর ছেলে সাকিব রহমানসহ আরও অনেক উপস্থিত ছিলেন।
নিহতদের পরিবারের সদস্যরা বলেন, পিলখানায় ৫৭ জন সেনা কর্মকর্তা নৃশংসভাবে খুনের নেপথ্যে বিদ্রোহ নয়, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল। তদন্ত করলেই সত্যতা বের হয়ে আসবে এবং এটি জনসম্মুখে প্রকাশ করতে হবে। কী কারণে তাদের হত্যা করা হয়েছে, তা আমরা আজও জানি না। আমরা সেই কারণ জানতে চাই। দেশের সার্বভৌমত্ব নষ্ট করতে পরিকল্পনা করে চৌকস কর্মকর্তাদের হত্যা করা হয় বলে মনে করেন তারা।
বহুল আলোচিত এক-এগারোর ঘটনার পরের নির্বাচনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ক্ষমতায় আসেন। তার কিছু দিনের মাথায় ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দপ্তরে দেশের ইতিহাসের নৃশংসতম এই হত্যাকাণ্ড সংগঠিত হয়। এতে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন।