খবরাখবরশিক্ষা
ট্রেন্ডিং

ঢাবির ভর্তি পরীক্ষার প্রশ্নে ড. ইউনূস, খালেদা জিয়া

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ৮টি বিভাগীয় শহরে বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হয় শনিবার (২৫ জানুয়ারি)। পরীক্ষার প্রশ্নে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আওয়ামী লীগের ফ্যাসিবাদের শাসন পতন, বেগম খালেদা জিয়া, শহীদ আবু সাঈদ ও তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উদ্যোগে ‘তিন শূন্য’ (থ্রি জিরো) আন্দোলনের প্রসঙ্গ এসেছে।

ভর্তি পরীক্ষার বহুনির্বাচনী প্রশ্নে (এমসিকিউ) বাংলা অংশে ‘বৈষম্যবিরোধী শব্দটি কোন সমাসে নিষ্পন্ন’, সাধারণ জ্ঞান অংশে ‘ঢাকা শহরের প্রথম ফ্লাইওভার উদ্বোধন করেন কে?’ এসেছে। ফ্লাইওভারের প্রশ্নের উত্তর হিসেবে চারটি নাম ছিল, ‘জিয়াউর রহমান, হুসেইন মুহাম্মদ এরশাদ, বেগম খালেদা জিয়া ও বিচারপতি সাহাবুদ্দীন আহমদ’। আরেকটি প্রশ্ন ছিল ড. ইউনূসের ‘তিন শূন্য তত্ত্বের অন্তর্ভুক্ত নয় কোনটি? উত্তর হিসেবে চারটি বিকল্প রাখা হয়, ‘শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব, শূন্য নেট কার্বন নির্গমন, শূন্য ক্ষুধা’।

আরেকটি প্রশ্নে এসেছে, ‘জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ আবু সাঈদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম কী?’ উত্তর হিসেবে চারটি নাম ছিল, ‘উন্নত মম শির, অকুতোভয়, বিদ্রোহী, নাকি দুরন্ত’। আবু সাঈদের স্মরণে নির্মিত শিল্পকর্মটি হলো, ‘উন্নত মম শির’, চিত্রকলা অঙ্কন করেছেন শিল্পী শহীদ কবির।

সাধারণ জ্ঞান অংশে আরেকটি প্রশ্ন এসেছে,‘বাংলাদেশের সংবিধানের কোন সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করা হয়েছে?’ আরও ছিল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে কতজন নারী রয়েছেন, ২৫তম প্রধান বিচারপতি কে? মুক্তিযুদ্ধে নৌবাহিনী কোন সেক্টরের অধীনে যুদ্ধ করেছে?’ কোন ক্ষুদ্র নৃগোষ্ঠী মুসলিম।

লিখিত অংশে একটি ইংরেজি থেকে বাংলায় অনুবাদে গত ৫ আগস্ট তৎকালীন শেখ হাসিনা সরকারের পতনের বর্ণনা এসেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ বলেন, সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কোনো অভিযোগ পাননি। বিশ্ববিদ্যালয়ের কোটার যৌক্তিক সংস্কার আনা হয়েছে। শুধু মুক্তিযোদ্ধাদের সন্তানদের কোটা রেখে নাতি-নাতনিদের কোটা বাদ দেয়া হয়েছে। ৮টি বিভাগীয় শহরের পরীক্ষায় ১ লাখ ২৫ হাজার ৫০০ শিক্ষার্থী আবেদন করেন এবং প্রতিটি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৩ জন শিক্ষার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button