কর্মজীবনখবরাখবর

রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে সমন্বয়কের আগুন

মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি আয়োজিত বঙ্গবভনের অনুষ্ঠানের আমন্ত্রণপত্র প্রত্যাখ্যান করে পুড়িয়ে প্রতিবাদ করলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য এবং সমন্বয়ক ইব্রাহিম নিরব।

সোমবার (১৬ ডিসেম্বর) ফেসবুকে নিজের আইডিতে পোস্ট করা ভিডিওতে আমন্ত্রণপত্রটি পুড়িয়ে ফেলতে দেখা যায় তাকে।

এ সময় নিরবকে বলতে শোনা যায়, খুনি হাসিনার ফ্যাসিস্ট দালাল রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর হাতে আমার ভাইদের রক্ত লেগে আছে। সে কারণে মহান বিজয় দিবস উপলক্ষে তার আমন্ত্রণ প্রত্যাখ্যান করছি।

এর আগে ওই ফেসবুক আইডিতে এক পোস্টে ‘ফ্যাসিস্টের দালাল’ রাষ্ট্রপতির পদত্যাগ চান তিনি।

ইব্রাহিম নিরবের মতো আরও অনেকে ফেসবুকে বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতির আমন্ত্রণ প্রত্যাখান করেছেন। বঙ্গভবনে রাষ্ট্রপতির বিজয় দিবসের অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সোমবার (১৬ ডিসেম্বর) সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মহান বিজয় দিবসে ফ্যাসিবাদী শাসনের সঙ্গে সংশ্লিষ্ট রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কর্তৃক বঙ্গভবনে দিবস উদ্যাপনের আমন্ত্রণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রত্যাখ্যান করছে।’

এতে বলা বলা হয়েছে, ‘মহান বিজয় দিবসের মতো জাতীয় গৌরবের দিন ফ্যাসিবাদের সঙ্গে সংশ্লিষ্ট রাষ্ট্রপতির আমন্ত্রণে পালন করাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গণ-অভ্যুত্থানের অভিপ্রায়ের সঙ্গে অসংগতিপূর্ণ মনে করে।’

এর আগে গত রোববার ঢাকা মহানগর পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টারা, বিদেশি কূটনীতিকরা এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, বিভিন্ন সংগঠনের নেতা, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাসহ বিশিষ্ট ব্যক্তিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button