
বহুল আলোচিত পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় করা বিস্ফোরক মামলায় জামিনের পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন ১৭৮ জন সাবেক বিডিআর সদস্য।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ঢাকা ও কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তারা।
এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা বিভাগের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির। তিনি জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ৪৩ জন, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ থেকে ২৭ জন, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে ৯৫ জন এবং কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে ১৩ জন মুক্তি পেয়েছেন।
এর আগে, সোমবার বিডিআর ট্রাজেডির বিস্ফোরক মামলার গ্রেপ্তারের ১৬ বছর পর জামিন পেয়েছেন তারা।