মালয়েশিয়া

শিক্ষায় অসামান্য অবদান রাখায় এশিয়া এডুকেশন অ্যাওয়ার্ড পেলেন মালয়েশিয়া প্রবাসী ড. নাজমুল

শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ মালয়েশিয়া প্রবাসী ড. মোহাম্মদ নাজমুল হাসান মাজিজ এশিয়া এডুকেশন অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন। ৯ নভেম্বর থাইল্যান্ডের ব্যাংককের আমারি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এ মর্যাদাপূর্ণ পুরস্কার প্রদান করা হয়।

ড. নাজমুল একজন শিক্ষাবিদ এবং চিকিৎসা বিজ্ঞানী। তিনি মালয়েশিয়ার পেরদানা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট স্কুল অব মেডিসিনের ডেপুটি ডিন এবং সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। একইসঙ্গে তিনি মেডিকেল মাইক্রোবায়োলজি ও গবেষণায়ও গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

১৯৭৬ সালে কুমিল্লায় জন্মগ্রহণকারী ড. নাজমুলের বাবার নাম মাজিজুল ইসলাম। তিনি ১৯৯১ সালে কুমিল্লা হাইস্কুল থেকে এসএসসি এবং ১৯৯৩ সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে এইচএসসি পাশ করেন। এরপর তিনি ভারতের বেঙ্গালুর বিশ্ববিদ্যালয় থেকে মাইক্রোবায়োলজিতে স্নাতক এবং মণিপালের কস্তুরবা মেডিকেল কলেজ থেকে মেডিকেল মাইক্রোবায়োলজিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

পরে উচ্চ শিক্ষার জন্য মালয়েশিয়া যান এবং সেখানে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। এশিয়া এডুকেশন অ্যাওয়ার্ড প্রাপ্তি তার কর্মজীবনের আরেকটি অনন্য অর্জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button