মালয়েশিয়ায় ৪০ বাংলাদেশি গ্রেপ্তার

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের সিগামুট এলাকায় এক আবাসিক ভবনে অভিযান চালিয়ে ৪০ বাংলাদেশিসহ মোট ৫১ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১৪ নভেম্বর ২০২৪) রাত ১২টা থেকে ভোর ৪টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
কুয়ালালামপুর ইমিগ্রেশনের ডিরেক্টর ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে আবাসিক ভবনটির ৩৭টি কক্ষ পরিদর্শন করা হয় এবং ১৫৮ জন অভিবাসী কর্মীর কাগজপত্র পরীক্ষা করে ৫১ জনকে অবৈধ অবস্থানের অভিযোগে গ্রেপ্তার করা হয়।
এদের মধ্যে ৪০ জন বাংলাদেশি, ৬ জন ইন্দোনেশিয়ান, ৪ জন নেপালি এবং ১ জন পাকিস্তানের নাগরিক রয়েছেন। গ্রেপ্তারকৃতদের বয়স ৩ থেকে ৪৫ বছরের মধ্যে।
অভিযানের সময় দেখা যায়, একজন বাংলাদেশি কর্মীর বৈধ কাগজপত্র থাকলেও তার স্ত্রীর বৈধ কাগজপত্র না থাকায় ইমিগ্রেশন তাকে আটক করে। তবে স্বামীর কাগজপত্র বৈধ হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হলেও তার স্ত্রীকে আটক করা হয়।
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের নিয়ন্ত্রণে ইমিগ্রেশন বিভাগ নিয়মিত অভিযান পরিচালনা করছে। গ্রেপ্তারকৃতদের সবাইকে ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।